আইএস প্রধান বাগদাদির গাড়ি বহরে বিমান হামলা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৭:১৯ অপরাহ্ণমধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের নেতা এবং স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির গাড়ি বহরে হামলা চালিয়েছে ইরাকি বিমান বাহিনী। হামলায় বাগদাদি আহত হয়েছেন নাকি মারা গেছেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি। রোববার এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘বাগদাদি দায়েশের (আইএস) কমান্ডারদের বৈঠকে যোগ দিতে কারবালা যাচ্ছিলেন। ইরাকি বাহিনী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে।’
এর আগে গত মে মাসে বিমান হামলায় বাগদাদি আহত হয়েছিল বলে দাবি করেছিল ইরাকি বাহিনী। ওই সময় ধারণা করা হয়েছিল নেতৃত্ব থেকে বাগদাদিকে সরে যেতে বাধ্য করেছে আইএস কমান্ডাররা। তবে মে মাসের মাঝামাঝি সময়ে বাগদাদির নতুন অডিও বার্তায় প্রকাশ করা হয়।
এতে দাবি করা হয়, বাগদাদি আইএসের নেতৃত্বেই রয়েছেন এবং বহাল তবিয়তেই আছেন।
. . . . . . . . .