স্বামী-স্ত্রী না হয়েও তারা থাকতেন এক ঘরেই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ২:৪৭ অপরাহ্ণপুরুষটিকে দেখলে মনে হবে তিনি একজন পাক্কা মাওলানা। এই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারেন, তা ভাবতেই কষ্ট হয়। অথচ তিনিই বিবাহবহির্ভূত এক নারীকে নিয়ে এক ঘরেই থাকতেন। ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয়ের অভিযোগে সেই শফিকুল ইসলাম (২৭) ও শামীমা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে ও শামীমা খাতুন বদনপুর গ্রামের আব্দুল বারী মণ্ডলের মেয়ে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শফিকুল ইসলাম ও শামীমা খাতুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তবে তাদের চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়।
পরে এলাকাবাসী তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে তারা স্বামী-স্ত্রী নয়। আজ সকালে এলাকাবাসীই তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। . . . . . . . . .