গার্মেন্টসে চাকরি না দিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৯:৫০ পূর্বাহ্ণগার্মেন্টসে চাকরি দেয়ার নামে টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়া হয়েছে জেলার সিংড়া উপজেলার এক কিশোরীকে। ১১ দিন পর সেই কিশোরীকে উদ্ধার করা হয় টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লী থেকে।
শুক্রবার উদ্ধারের পর বর্তমানে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত ওই কিশোরী সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সিংড়ার চৌপুকুরিয়া এলাকার ওই কিশোরীকে গার্মেন্টসে চাকরি দেয়ার নাম করে নিয়ে যায় স্থানীয় দালালরা। কিশোরীটিকে নিয়ে যাওয়ার পরে থেকে কোনো যোগাযোগ না করায় সন্দেহ হলে পুলিশে খবর দেয় ওই কিশোরীর পরিবার।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, এ ঘটনায় কিশোরীর বাবা ২/৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। . . . . . . . . .