প্যারিসে বন্ধুর হাতে বাংলাদেশী যুবক খুন, ঘাতক আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৫৪ অপরাহ্ণপ্যারিসে সাইন্ট ডেনিসে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। গত ৩ অক্টোবর শনিবার রাতে রাকিব সুজন নামের এক যুবক তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে নির্মমভাবে খুন হোন। নিহত রাকিব সুজনের বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। এ ঘঠনায় পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে। শুক্রবার তার নামাজে জানাজা অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার দিন সুজন প্যারিসের সাইন্ট ডেনিস এলাকায় তার পরিচিত বন্ধু চঞ্চল শেখের বাসায় দাওয়াত খেতে যায়। সেখানে তার অন্যান্য বন্ধুদের সাথে আরেক বন্ধু আমির খান ওরফে বাদশা যায়। সেখানে কথা প্রসঙ্গে সুজন ও আমির খানের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে আমির খান পেছন দিক দিয়ে সুজনের ঘাড়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে।এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু ঘটে। পরে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থলেই আমির খানকে আটক করে । সুজন হত্যাকাণ্ডের বিষয়ে প্যারিসের সাইন্ট -ডেনিস থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমির খানের বাড়ি মাদারীপুরের শিবচরে । শুক্রবার বাদ জুমা প্যারিসের ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের মধ্যে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।
. . . . . . . . .