৫২ ঘণ্টা পর মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৪০ অপরাহ্ণকুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫২ ঘণ্টা পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান মামুনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে পশ্চিম খাজুরার চর সংলগ্ন সাগরে জেলেদের জালে আটকা পড়ে লাশটি। পরে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন। সহপাঠী, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও লাশের কোনো সন্ধান পায়নি।
মামুনের বাবা আবুল হোসেন জানান, লাশ উদ্ধারের খবর তিনি শুনেছেন। তার কথা বলার কোনো ভাষা নেই।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেল শিক্ষার্থী মামুনসহ ৫১ জনের একটি দল বৃহস্পতিবার কুয়াকাটায় আনন্দ ভ্রমণে আসেন। ওই দিন দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে মামুন নিখোঁজ হন।
উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. হারুন অর রশিদ জানান, জেলেদের জালে আটকা পড়ার খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান জানান, নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া জেলে ও স্থানীয়রা এ অভিযানে সহযোগিতা করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, মামুনের বাবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। . . . . . . . . .