উইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৩৬ অপরাহ্ণঅস্ট্রেলিয়া সফর বাতিল করায় নভেম্বরের সূচিতে একটি গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপ পুষিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ১২তম বোর্ড সভায় জিম্বাবুয়েকে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দুবাইয়ে আইসিসির সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা।
দুবাইতে শুক্রবার থেকে শুরু হয়েছে সভা। সেখানে জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকেও সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুই দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছেন বিসিবির কর্তারা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এই প্রস্তাবে সাড়া দিলে নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে।
অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। . . . . . . . . .