নন-ক্যাডারদের নিয়োগের দাবী : আন্দোলনের হুমকি ৩৪ তম বিসিএস উত্তীর্নদের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১১:২৬ পূর্বাহ্ণনিউজ ডেস্ক:
৩৪ তম বিসিএস শূন্যপদে মেধাবীদের মূল্যায়ন, মেধা ও প্রাধিকার কোটায় আলাদা করে ফল প্রকাশ এবং উত্তীর্ন সকল নন-ক্যাডারদের চাকুরীতে নিয়োগের দাবীতে সিলেটে মাববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংগনে মানববন্ধনের আয়োজন করে ৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।
এসময় আন্দোলকারীরা ৩৪তম বিসিএসসের ফলাফলকে অস্বচ্ছ, অসংলগ্ন এবং ভ্রান্ত উল্লেখ করে এর পূর্নমূল্যায়ন দাবী করেন। এবছর ৪০৪ টি নন ক্যাডার শূন্য পদ থাকলেও মেধাবীদের নিয়োগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এমতাবস্থায় নন ক্যাডারদের শতভাগ নিয়োগের মাধ্যমে চাকুরী নিশ্চিতের দাবী জানান তারা।
একই দাবিতে আজ দেশের প্রতিটি বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে ৩ দিন পিএসসি’র সামনে টানা অবস্থান কর্মসূচী রয়েছে বলে জানান আন্দোলনকারীরা। . . . . . . . . .