স্ত্রীর কাটা মুণ্ডু হাতে রাজপথে স্বামী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১১:২৫ পূর্বাহ্ণভারতের মহারাষ্ট্রের ব্যস্ততম নগরী পুনেতে শুক্রবার এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে হেঁটে চলছিলেন ৬০ বছরের বৃদ্ধ।
দৃশ্যটি দেখে পথচারিদের রীতিমতো ভিমরি খাওয়ার দশা। এ ঘটনায় পুলিশ রামু চ্যাবন নামের ওই বৃদ্ধকে আটক করেছে।
রামু চ্যাবন পুনের কাতরাজ এলাকার একটি হাউজিং সোসাইটিতে দারোয়ানের কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, রামুর স্ত্রীর নাম সনুবাই। তার সন্দেহ স্ত্রীর সঙ্গে মেয়ের জামাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার ক্ষুব্ধ রামু কুড়াল দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন।
ধুতি ও কুর্তা পরিহিত রামু এক হাতে স্ত্রীর কাটা মুণ্ডু ও অপর হাতে কুঠার নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই পুলিশ কনস্টেবলের বিষয়টি নজরে পড়লে তারা দ্রুত ছুটে এসে রামুকে আটক করেন এবং মুণ্ডুটি কাপড় দিয়ে ঢেকে ফেলেন। এ ঘটনায় রামুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
. . . . . . . . .