দম্পতিকে উলঙ্গ করে পেটাল পুলিশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১১:১৫ পূর্বাহ্ণভারতের উত্তর প্রদেশের বৃহত্তম নয়দায় গৌতমবুদ্ধ নগরে নিম্নবর্ণের এক দম্পতিকে উলঙ্গ করে পিটিয়েছে পুলিশ। গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তার বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ায় মামলা করতে থানায় গেলে পুলিশ তাদের পেটায়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ওই ব্যক্তির নাম সুনীল গৌতম। তার বাড়ি নয়দার আত্তায়। গত বুধবার গভীর রাতে তার বাড়িতে কিছু দুষ্কৃতিকারী ডাকাতি করে তার সর্বস্ব নিয়ে যায়। বৃহস্পতিবার তিনি তার স্ত্রী সন্তানসহ উত্তর প্রদেশ থানায় মামলা করেতে যান। পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়।
কিন্তু ওই ব্যক্তি মামলা নিয়ে পুলিশকে বারবার অনুরোধ জানান। একপর্যায়ে পুলিশ তাকে স্ত্রী সন্তানসহ রাস্তায় ফেলে বেধড়ক পেটাতে শুরু করে। পুলিশ তাদের উভয়ের গা থেকে পোশাকও খুলে নেয়।
এদিকে, পুলিশের এই জঘন্য আচরণের ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। পুলিশ জানিয়েছে, অবশ্য তারা ওই মামলায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
. . . . . . . . .