তিউনিসিয়ার সংলাপের নায়কেরা পেলেন শান্তির নোবেল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৯:৩৬ অপরাহ্ণসংলাপের মাধ্যমে তিউনিসিয়ায় বহুদলীয় গণতন্ত্র উত্তরণের পথে ভূমিকা রাখায় দেশটির সুশীল সমাজের একটি জোটকে এ বছর শান্তির নোবেল দেওয়া হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের নোবেল কমিটি পুরস্কারের জন্য চারটি সংগঠন নিয়ে গড়ে ওঠা জোট ‘তিউনিসিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট’র নাম ঘোষণা করে।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে ২০৫ জন ব্যক্তি ও ৬৮টি প্রতিষ্ঠানের নাম আসে, যাদের মধ্যে জার্মানির চ্যান্সেলার আঙ্গেলা মেরকেল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, পোপ ফ্রান্সিস, কঙ্গোর চিকিৎসক ডেনিস মাকোয়েজ ও রাশিয়ার সংবাদপত্র নভোয়া গেজেটার নামও ছিল।
শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে গতবছর শান্তিতে নোবেল পান তালেবান হামলায় বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
. . . . . . . . .