ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে মাশরাফি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৯:৩২ অপরাহ্ণডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের (ওয়ানডে ও টি-২০) অধিনায়ক মাশরাফি মর্তুজা। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফলে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না দেশসেরা এই পেসার। লিগের ম্যাচ খেলতে শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল তার।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মাশরাফিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত।’
তিনি বলেন, ‘অ্যাপোলোর চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। দুপুরের দিকে হাসপাতালে যাব।’
. . . . . . . . .