জাপানি নাগরিক কুনিও হত্যা: দুই ব্যাংক কর্মকর্তা আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৯:২৮ অপরাহ্ণরংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় রাজশাহী ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অফিস শেষে বাড়ি ফেরার পথে ব্যাংকের সামনে থেকে এ দুজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রংপুর গোয়েন্দা পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন- ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ এবং ক্রেডিট কার্ড অফিসার এইচএম শাহরিয়ার।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আজাহার আলী জানান, জাপানি নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক রাজশাহী শাখার চারজন কর্মকর্তাকে আটক করা হয়। তাদের মধ্য জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর নাহিদ ও শাহরিয়ার নামের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে তারা এ খুনের সঙ্গে জড়িত, সে বিষয়ে মুখ খোলেনি গোয়েন্দা পুলিশ।
. . . . . . . . .