বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণক্রীড়া ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপবাছাই পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি ব্রাজিলের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে চিলির জয়ে একটি করে গোল করেন এডু ভারগাস ও আলেক্সিস সানচেজ।
গত ১৫ বছরে ব্রাজিলের বিপক্ষে এটাই চিলির প্রথম জয়। এর আগে ২০০০ সালে বিশ্বকাপ বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্গোলে হারিয়েছিল চিলি। . . . . . . . . .