আর্জেন্টিনার ‘লজ্জা’র হার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৮:৪৯ পূর্বাহ্ণ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের পর হার নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনাও। মেসিহীন আর্জেন্টিনাকে তাদেরই মাঠে ২-০ গোলের ‘লজ্জাজনক’ পরাজয় উপহার দিয়েছে সফরকারী ইকুয়েডর।
ব্রাজিল যেমন চিলির কাছে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল, টিক তেমনি একই ব্যবধানের হার সঙ্গী হয় জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনার। নেইমারহীন ব্রাজিল ৭২ থেকে ৯০- এই ১৮ মিনিটের মধ্যে দুই গোল হজম করে মাঠ ছাড়ে। আর মেসিহীন আর্জেন্টিনা ৮১ ও ৮২ মিনিটে দুই গোল হজম করে।
বুয়েন্স আয়ার্সের মাঠে মেসিহীন আর্জেন্টিনার আক্রমণভাগের মূল দায়িত্ব ছিল ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। কিন্তু আলবিসেলেস্তেদের বিপদে ফেলে খেলার মাত্র ২০ মিনিটেই এই সিটি তারকা মাঠ ছাড়লে আক্রমণভাগের ধার কমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় ইকুয়েডর।
মেসি ও আগুয়েরোকে ছাড়া আর্জেন্টিনাকে এদিন ছন্নছাড়াই মনে হলো। সেই তুলনায় দুর্দান্ত খেলা উপহার দিয়েছে ইকুয়েডর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার মাটিতে পাওয়া তাদের প্রথম জয়টি প্রাপ্যই ছিল। . . . . . . . . .