হুমায়ূন আহমেদের সিনেমায় শান্ত মারিয়ামের সেই ছাত্রী!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ণপড়াশোনা করছেন শান্ত মারিয়ম ইউনিভার্সিটিতে। এরই ফাঁকে লন্ডনে গিয়েছিলেন পড়াশোনা করতে। তবে ফিরে এসছেন অন্যরকম এক টানে। টানটা যে নেইম-ফেইমের। রঙ্গীন দুনিয়ার টানে ফিরে এসে আবারো নিজেকে মেলে ধারার চেষ্টা করছেন তিনি। বলছি ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহীর কথা।
মাহী এবার ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির শুটিং শুরু করেছেন। প্রয়াত কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ”কৃষ্ণপক্ষ” উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করা হচ্ছে। উত্তরার হৈচৈ শুটিং স্পটে ছবিটির শুটিং শুরু হয়েছে।
ছবিটির পরিচালনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন। ছবিটিতে অরুর ভূমিকায় অভিনয় করছেন মাহী। ইমপ্রেস টেলিফিল্মে প্রযোজিত ”কৃষ্ণপক্ষ” ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শাওন। ছবিটিতে মাহীর বিপরীতে অভিনয় করছেন রিয়াজ। এছাড়াও ছবিটিতে আরও রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করবেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ প্রমুখ। ছবিটি আসছে ১৩ নভেম্বর মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণটা জানা গলে ওইদিন হুমায়ূন আহমেদের জন্মদিন। তাহলে পাঠক অপেক্ষায় থাকুন।
. . . . . . . . .