অর্থ আত্মসাৎ: শ্রেষ্ঠ মেয়রের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ১১:০৪ অপরাহ্ণপৌরসভার আদায় করা ট্যাক্সের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের বিরুদ্ধে চার্জশিট প্রদানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় মেয়রসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের এ অনুমোদন দেয়া হয়।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ অনুমোদন দেয় কমিশন।
চার্জশিটে মেয়রসহ শ্রীপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আব্দুল মান্নানকে আসামি করা হয়েছে। এছাড়া মেয়র আনিছুর রহমান বিরুদ্ধে করা দুদকের আরো দুটি মামলা এখনো তদন্তাধীন আছে। দুদক সূত্র বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করে।
সূত্রটি জানায়, ওই দুই আসামি পরস্পর যোগসাজশে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা ট্যাক্সের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাৎ করেন। পৌরসভার রশিদে ওই অর্থ আদায় করলেও তা সরকারি ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেন তারা। দুদকের উপসহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এ মামলাটির তদন্ত করেন। তদন্তে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত কর্মকর্তার সুপারিশক্রমে চার্জশিট অনুমোদন দেয় কমিশন।
এর আগে গত বছরের ১৭ জুলাই আনিছুর রহমানসহ শ্রীপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে মোট ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা আত্মসাতের অভিযোগে শ্রীপুর থানায় মামলা তিনটি করেছিল দুদক।
মামলা নং ৩৭, ৩৮ ও ৩৯। এর মধ্যে ৩৯ নম্বর মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদক সূত্রে জানা যায়, শ্রীপুর থানার করা ৩৭ নং মামলার এজহারে বলা আছে, ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত মেয়র আনিছুর রহমান পৌরসভার রসিদের মাধ্যমে ৯২ হাজার ৯৭৫ টাকা আদায় করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ মামলায় শুধু মেয়রকে আসামি করা হয়েছে।
৩৮ নং মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৯ সালে বাজার ইজারার ভ্যাট ও ট্যাক্সের ৭ লাখ ৩৫ হাজার ২০০ টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। পরে অডিট প্রতিবেদনে বিষয়টি উদ্ঘাটনের পর পৌর রেজুলেশনের মাধ্যমে তা পৌর তহবিলে জমা দেয়া হয়। এ মামলায় মেয়রসহ তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে।
এসব মামলায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান ও সাবেক হিসাব রক্ষক বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আব্দুল মান্নান ছাড়াও অন্য একজন আসামি হলেন, ওই পৌরসভার সাবেক সচিব বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভায় কর্মরত মাশরেকুল আলম। সেসময় দুদকের উপসহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ওই মেয়রকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছিল। গাজীপুর সিটি করপোরেশন মিলনায়তনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ মেয়রের ক্রেস্ট তুলে দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। এক যুগ ধরে শ্রীপুর পৌর মেয়রের দায়িত্ব পালনের সময় শিক্ষা ও সেবা খাতে ব্যাপক উন্নয়ন এবং শ্রীপুর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার অবদানের জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছিল। . . . . . . . . .