প্রস্তুত প্রধানমন্ত্রী, অপ্রস্তুত নামফলক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ১০:৫৭ অপরাহ্ণযানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রস্তুত ছিলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা যখন দিচ্ছিলেন তখনও পুরোপুরিভাবে প্রস্তুত হয়নি নামফলকটি। অবশ্য দুই ঘণ্টা পর সেটি প্রস্তুত করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌর শহরের ফারুকী পার্কের সামনে নির্মিত ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তখনও নামফলকটি ছিল অপ্রস্তুত। শ্রমিকরা তখনও ব্যস্ত ছিলেন নামফলক তৈরির কাজে। পরে দুপুর ২টার কিছু সময় পর ভিত্তিপ্রস্তরের ফলকটি পুরোপুরি প্রস্তুত হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বাংলামেইলকে জানান, প্রধানমন্ত্রীর নামফলকটি আগেই লাগানো হয়েছিল। বৃহস্পতিবার শুধুমাত্র নামফলকের সৌন্দর্য বর্ধনের জন্য কিছু টাইলস বসানো হচ্ছিল। তবে বৃষ্টির কারণেই খানিকটা বিলম্ব হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রতিশ্রুতির আলোকে ২০১৩ সালের শেষ দিকে শহরের ডাক বাংলোর মোড় থেকে আশিক প্লাজা পর্যন্ত রেলওয়ে ওভারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ৪৯৬.৪২ মিটার দৈর্ঘ্য এই ওভারপাস নির্মাণের ব্যয় ধরা হয় ৭৯ কোটি ৫৫ লাখ টাকা। তবে কিছু জটিলতার কারণে থমকে যায় ওভারপাস নির্মাণ কাজ। . . . . . . . . .