অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওয়ার্ড আ.লীগ নেতাসহ নিহত ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৪:০৯ অপরাহ্ণমহানগরীর সিটি বাইপাসের বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওয়ার্ড আ.লীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর রাজপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৫) ও মতিহার থানার শ্যামপুর এলাকার মাজদার আলীর ছেলে মন্টু (৩৫)। নিহত মামুন নগরীর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে ফিরছিল। এ সময় বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন।
আহতদের উদ্ধার করে ওই অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
. . . . . . . . .