বাজারে একটিও অনিবন্ধিত সিম থাকবে না

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৩:৫১ অপরাহ্ণনিউজ ডেস্ক:
বাজারে একটিও অনিবন্ধিত সিম থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার (০৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, মোবাইল সিমকার্ড পুনঃনিবন্ধনের প্রক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক ও ১৬ ডিসেম্বর থেকে জাতীয়ভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের তথ্য সংগ্রহ শুরুর কথা রয়েছে।
সিম নিবন্ধন প্রক্রিয়া অনির্ধারিত সময় ধরে চলতে পারে না জানিয়ে তারানা হালিম বলেন, আগে অভিযোগ ছিল অপারেটররা এনআইডি অ্যাক্সেস পায় না। এখন এনআইডি অ্যাক্সেস তৈরি হয়েছে। অপারেটরদের সঙ্গে এনআইডি’র সমঝোতার জন্য এখন পর্যন্ত সব প্রস্তুতি রয়েছে। তারা এখন পরীক্ষামূলক অ্যাক্সেস পাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা অনিয়মকে সম্মান করব না, এক দিনের জন্যও না। মার্চ-এপ্রিলের পর অভিযান চলবে।
মন্ত্রণালয়ে যোগদানের পর ৯০ দিনের টার্গেট ধরে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, পারফরমেন্স ভাল না হলে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনা হবে।
. . . . . . . . .