কটকে বোতল কাণ্ড: ভারতের আন্তর্জাতিক ম্যাচ বন্ধের দাবি ভনের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৮:৩৪ পূর্বাহ্ণসোমবার(৫ অক্টোবর) ভারতের কটকে দক্ষিণ আফ্রিকার ও ভারতের টি-টুয়েন্টি ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ক্ষুব্ধ দর্শকেরা মাঠের দিকে বৃষ্টির মত বোতল ছোঁড়ায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। ফলে খেলা বন্ধ থাকে বেশ কয়েক দফা। এই ঘটনায়ভারতীয় দর্শকদের সমালোচনায় মুখর হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।
বেশ কঠোর হয়েছেন কেউ কেউ যেমন ভারতের বেশ কিছু ভেন্যুতে আন্তর্জাতিক নিষিদ্ধের দাবি জানালেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘বিরক্তিকর সব দৃশ্য দেখ গেল কটকে। ভারতে অনেক অনেক ভেন্যু আছে। শাস্তিটা খুব সহজ,কয়েক বছরের জন্য তাদেরকে আর কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না দেওয়া হোক!’
ভনের এই টুইটের পর অনেকেই প্রশ্ন তোলেন, শুধুই কটক? নাকি ভারতের সব ভেন্যুর ব্যাপারে তিনি এ কথা বলেছেন? জবাবে নতুন করে টুইট করে সংশয় দূর করেন ভন, ‘শুধুই কটকে কয়েক বছর খেলা না হোক, পুরো ভারতে নয়। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে কটকে যেন কোন ম্যাচ না হয়!’
. . . . . . . . .