গোমাংস নিয়ে মন্তব্য করায় লালুর বিরুদ্ধে মামলা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৮:২৭ পূর্বাহ্ণডেস্ক:
`হিন্দুরাও গরুর মাংস খায়`- এমন বক্তব্যে বিপাকে পড়ে গেছেন ভারতের প্রবীন রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
কয়েকদিন আগে গোমাংস নিয়ে এমন ধরনের মন্তব্য করেছিলেন লালু। তার এই মন্তব্যে ভারতজুড়ে বিতর্কের ঝড় ওঠে।
এ মন্তব্য করে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এই সভাপতির বিরুদ্ধে। লালুর মন্তব্যে আপত্তি তুলে অভিযোগ করেছেন জনৈক পিন্টু কুমার।
তিনি এও বলেছেন, ওই মন্তব্যের জেরে বিহারের শান্তি ও আইনশৃঙ্খলা খারাপ হয়ে পড়তে পারে। তিনি বিহারের নরপতগঞ্জ থানার তামগঞ্জ গ্রামের বাসিন্দা। পিন্টু মামলা ঠুকেছেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) অশোক কুমার শুক্লার এজলাসে।
ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ২৯৮, ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই লালুর বিরুদ্ধে গোমাংস সংক্রান্ত মন্তব্যের জেরে মামলা রুজু হয়েছে পাটনা ও মুজফফপুর জেলার আদালতে। . . . . . . . . .