ব্যাটিংয়ে শীর্ষে মোসাদ্দেক, বোলিংয়ে মোশাররফ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ১১:২৯ অপরাহ্ণক্রীড়া প্রতিবেদক :
১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা মঙ্গলবার শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১০ অক্টোবর। প্রথম দুই রাউন্ড শেষে ব্যাটিংয়ে শীর্ষে আছেন বরিশাল বিভাগের মোসাদ্দেক হোসেন সৈকত। বোলিংয়ে ঢাকা বিভাগের মোশাররফ হোসেন রুবেল।
ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান দুই রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন। প্রথম রাউন্ডে ১২২ রান করলেও দ্বিতীয় রাউন্ডে ডবল সেঞ্চুরির স্বাদ নেন মোসাদ্দেক। চলতি বছরে এটি ছিল তার ষষ্ঠ সেঞ্চুরি ও তৃতীয় ডবল সেঞ্চুরি। সব মিলিয়ে মোসাদ্দেকের বৃহস্পতি এখন তুঙ্গে। প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ১২২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে ২০০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৬১ রান।
চার ইনিংসে মোসাদ্দেক বাইশ গজের ক্রিজে রানের ফুলঝুড়ি ছড়িয়ে ১৪১.০০ গড়ে ৪২৩ রান সংগ্রহ করেছেন। ৩৫টি বাউন্ডারির সঙ্গে পাল্লা দিয়ে ছয়ও হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৭টি ছক্কা মেরেছেন তিনি। ভালো খেলার পুরস্কারও পেয়েছেন ১৯ বছর বয়সি মোসাদ্দেক। জাতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন।
এদিকে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ঢাকা বিভাগের মোশাররফ হোসেন রুবেল। প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে সাত উইকেট পেয়েছিলেন ১১৯ রানের খরচায়। দ্বিতীয় রাউন্ডেও তার ঘূর্ণিতে রংপুর বিভাগকে ফলোঅনে ফেলে ঢাকা। বল হাতে ৬ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। সব মিলিয়ে আট উইকেট। দ্বিতীয় রাউন্ড শেষে মোশাররফ হোসেন রুবেলের থলিতে জমা হয়েছে ১৫ উইকেট। ২৭৭ রান খরচে ১৮.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে বোলিং তালিকার শীর্ষে ৩৩ বছর বয়সি ঢাকার এই তারকা।
. . . . . . . . .