বাংলাদেশ সফর স্থগিত করায় অস্ট্রেলিয়ার নিন্দায় শহিদ আফ্রিদি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ৭:২২ পূর্বাহ্ণক্রীড়াডেস্ক:
বাংলাদেশে সফর বাতিল করায় এবার অজিদের সমালোচনা করলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, নিরাপত্তা গুরুত্বপূর্ণ; কিন্তু ক্ষুদ্র ইস্যুকে কেন্দ্র করে সফর স্থগিত হতে পারে না।
সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্ষুদ্র ইস্যুর কারণে সফর স্থগিত করতে পারে না অস্ট্রেলিয়া। পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার উচিৎ এসব ব্যাপারে সঙ্গবদ্ধ হওয়া। নাহলে পাকিস্তানের মতোই অবস্থা হবে অন্যান্যদের।’
এসময় তিনি বাংলাদেশ নারী দলকে পাকিস্তানে পাঠানোয় বিসিবির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘পুরুষ দলকে পাঠাননোর আগে নারিদেরকে পাঠিয়ে বাংলাদেশ ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যিই দারুন ব্যাপার যে মেয়েরা পাকিস্তানে এসেছে। দুদলকেই আমার অভিনন্দন।’
. . . . . . . . .