দক্ষিণ সুরমায় মোবাইল প্রতারণার শিকার তরুণীর কপালে যা ঘটলো…
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ৭:১৬ পূর্বাহ্ণবিশেষ প্রতিনিধি::
দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীর গোটাটিকর এলাকায় রাবেয়া আক্তার নামে ১৭ বছরের ১ তরুনীর মোবাইল ফোনে ২ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার আশায় ২৭ হাজার টাকা বিকাশে গচ্ছা গেল। খবর পেয়ে গতকাল রবিবার রাত ৮ টায় বিসিক শিল্পনগরীর ১নং গেইটে ফোনবুথের দোকানে গিয়ে মানুষের উপচে ভীড় দেখা যায়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কাঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রাবেয়া আক্তার (১৭) সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় কাশেম মিয়ার কলোনীতে বসবাস করে আসছিল।
রবিবার বিকাল ৫ টার দিকে রাবেয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে একজন ফোন করে জানায় যে, তুমি ২ লক্ষ ২০ হাজার টাকার লটারী পেয়েছ। এই মুহুর্তে তুমি কোম্পানীর নম্বরে ২৭ হাজার টাকা বিকাশ করে দিতে পার তাহলে তুমি ২ লক্ষ ২০ হাজার টাকার প্রাইজমানি পেয়ে যাবে। সেই আশায় মেয়েটি স্থানীয় একটি ফোনের দোকানে বিকাশ এজেন্টের নিকট গিয়ে প্রতারকের কথা অনুযায়ী একটি রবি নম্বরে ১৭ হাজার ৪শ টাকা বিকাশ করে। পরবর্তীতে মেয়েটি আরেকটি গ্রামীণ ফোনে ৯ হাজার ৪শ টাকা বিকাশ করতে দোকানদারকে বলেন।
তখন বিকাশ এজেন্টের মালিক সাজ্জাদ মিয়া মেয়েটিকে বলেন, আপনি কি কোন প্রতারকের কথা অনুযায়ী বিকাশ করছেন। তখন মেয়েটি অস্বীকার করে। দোকানদার তখন তার খরচসহ ২৭ হাজার টাকা পরিশোধের জন্য মেয়েটিকে বলে। এ সময় মেয়েটি বিকাশে লাটারীর টাকা আসবে তারপর আপনাকে দিব বলে জানায়।
অনেকক্ষণ অপেক্ষা করে বিকাশের মাধ্যমে মেয়েটির লটারীর কোন টাকা না আসাতে দোকানদার টাকার জন্য মেয়েটি চাপ সৃষ্টি করে। মেয়েটির সঙ্গে টাকা না থাকাতে মেয়েটির বাবা রিক্সা চালক হাবিবুর রহমানকে খবর দেওয়া হয়। মেয়ের বাবা দোকানে উপস্থিত হলে আশপাশের দোকানদাররা তাদেরকে ২ ঘন্টা আটকের পর টাকা পরিশোধের পর ছেড়ে দেওয়া হয়।
. . . . . . . . .