ঢাকা থেকে চুরি হওয়া ৩টি প্রাইভেটকার নগরীর তালতলা থেকে উদ্ধার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ১০:৫১ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর তালতলা থেকে তিনটি চোরাই গাড়ি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গাড়িগুলো ঢাকা থেকে চুরি হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিলেট নগরীর তালতলায় অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করে।
এ সময় গ্যারেজ মালিক মহিউদ্দিন আহমদকে (৩০) আটক করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার খাগাদিয়া গ্রামের সৈয়দ মুর্শেদ আলীর পুত্র।
উদ্ধার হওয়া চোরাই প্রাইভেটকার তিনটি হলো ঢাকা মেট্রো গ-১৩-৭৯৩১, ঢাকা মেট্রো খ-১১-৪৩৩৩, ঢাকা গ-২১-৮৬৫৬। এরমধ্যে ঢাকা মেট্রো গ-১৩-৭৯৩১ প্রাইভেট কারটি ঢাকা অফিসার্স ক্লাব থেকে চুরি হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চক্রের সদস্যদের কাছ থেকে গাড়ি তিনটি নামমাত্র মূল্যে ক্রয় করেন সিলেটের তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন ‘অটো কেয়ার’ গ্যারেজ মালিক মহিউদ্দিন আহমদ।
সিলেট নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র বলেন, মূলত অফিসার্স ক্লাব থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সিলেটে আসে। তাদের সহযোগিতা করি আমরা। কিন্তু অভিযানে গিয়ে একে একে তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। তিনটি গাড়িই ওই গ্যারেজ মালিক কিনেছেন।
তবে অন্য গাড়িগুলো ঢাকার কোন কোন স্থান থেকে চুরি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
আটক মহিউদ্দিন আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শিবেন্দ্র চন্দ্র দাশ। . . . . . . . . .