ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দর্শকদের উন্মত্ত আচরণ, খেলা বন্ধ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ১০:৪৫ অপরাহ্ণক্রীড়া প্রতিবেদক:
ভারতের কটকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি/২০ ম্যাচ চলাকালে দর্শকের ক্রমাগত পানির বোতল ছোঁড়ায় খেলাটি আপাতত বন্ধ রয়েছে।
প্রথমে ব্যাট করে ভারতের করা মাত্র ৯২ রানের জবাবে ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা ১১ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান তোলার পরই গ্যালারি থেকে দর্শকরা একের পর এক পানির বোতল সহ বিভিন্ন দ্রব্য ছুঁড়তে থাকলে খেলা বন্ধ করে দেন খেলোয়াড়রা। তারা সবাই গোল হয়ে মাঠেই বসে পড়েন।
কিছুক্ষণ পর ম্যাচ রেফারি খেলা শুরুর নির্দেশ দিলেও আবারও শুরু হয় বোতল ছোঁড়া। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার বোর্ডে যখন ৭০ রান তখন আবারও খেলা বন্ধ হয়ে যায়। মাঠ থেকে বেরিয়ে যান খেলোয়াড়রা।
দর্শকদের নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় পুলিশ। . . . . . . . . .