এবার খ্রিস্টান ধর্মপ্রচারককে হত্যার চেষ্টা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ৪:৫৭ অপরাহ্ণরাজধানীতে ইতালিয়ান ও রংপুরে জাপানি নাগরিক হত্যার পর এবার পাবনার ঈশ্বরদীতে ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের গির্জার পালক লুৎ সরকারকে (৫২) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বিমানবন্দর রোডস্থ ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যার চেষ্টা করা হয়।
ঈশ্বরদী সার্কেলের সহাকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবু জাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় গীর্জার পালক লুৎ সরকারের কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার গলায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এএসপি (সার্কেল) মোহাম্মদ আবু জায়েদ জানান, লুৎ সরকার পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকায় পরিবারসহ বসবাস করে আসছেন। পাশাপাশি তিনি ধর্ম প্রচার করছিলেন। তবে কেন কি জন্য তাকে হত্যার চেষ্টা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
লুৎ সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তার স্বামী খ্রিস্টান মিশনের গির্জার পালকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি হোমিও চিকিৎসক হিসেবে বাসায় প্রাকটিস করতেন। প্রতিদিন সকালে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ ওই কক্ষে পাঠ করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে একটি মোটর সাইকেলযোগে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) তিন যুবক লুৎ সরকারের বাসায় এসে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলেন। এ সময় তিনি তাদের অতিথিশালায় বসতে দেন। পরে তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে তাৎক্ষণিক স্বজনরা ছুটে আসলে অন্য দরজা দিয়ে ওই যুবকরা সটকে পড়ে।
বাড়ির কেয়ারটেকার আজগর আলী জানান, ওই যুবকদের পেছনে ধাওয়া করে এক জনকে জাপটে ধরলে অন্য দু’জন তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ সময় বাড়ির সামনে লোক জড়ো হলেও যুবকদের হাতে অস্ত্র থাকায় কেউ তাদের সামনে যাওয়ার সাহস করেনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। . . . . . . . . .