দাবির মুখে একদিন এগোলো বিজয়া দশমীর ছুটি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ৪:৫৪ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক:
একদিন এগিয়ে বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর ঘোষণা করেছে সরকার। বিদ্যমান সরকারি ছুটির তালিকায় এটি ২৩ অক্টোবর হিসেবে দেওয়া রয়েছে।
এবছর দূর্গাপূজার নবমী ও দশমী একইদিনে হওয়ায় ছুটি একদিন এগিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা। দশমীর পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করায় ক্ষোভ বিরাজ করছিলো তাদের মধ্যে।
অবশেষে আজ (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছুটি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, সরকারি ছুটির তালিকায় ২৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি দেওয়া রয়েছে, কিন্তু এটি ২২ অক্টোবর হবে।
সচিব বলেন, কেবিনেটের বিষয় না হলেও ছুটি সংক্রান্ত এ বিষয়টি জরুরি বলে আলোচনায় তোলা হয়।
এছাড়াও মন্ত্রিসভার ৭৯তম এ বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। . . . . . . . . .