টানা তিনদিন শাহাদাতের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫, ১০:১৮ অপরাহ্ণগৃহকর্মী নির্যাতনের মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ক্রিকেটার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে। আসামিকে পাঁচ কার্যদিবসের মধ্যে টানা তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু আদালতেকে জানান, এই মামলার অপর আসামি শাহাদাত হোসেন তার সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন।
. . . . . . . . .