সেনাবাহিনীর গাড়ি খাদে, নিহত ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫, ৯:৫৬ অপরাহ্ণচকোরিয়া থেকে কক্সবাজারের দিকে আসার সময় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন সেনাসদস্য।
রোববার রাত ৮টার দিকে চকোরিয়া উপজেলার খুটাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
নিহতরা হলেন- সিপাহী শফিকুর রহমান ও নাঈম। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আহত সেনা সদস্যদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহত দুই সেনা সদস্যের লাশও হাসপাতালে রাখা হয়েছে।
মালুমঘাটা হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. আনোয়ার হোসেন জানান, আহত ৩ সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চট্টগ্রামে পাঠানো হয়েছে। . . . . . . . . .