মোটরসাইকেলে গার্লফ্রেন্ড নিষিদ্ধ !

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫, ১০:৩২ পূর্বাহ্ণমোটরসাইকেলে গার্লফেন্ড নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এ যেন রাস্তায় চলা নয়, আকাশে উড়ে যাওয়া। কিন্তু এই আনন্দে নেমে এসেছে সরকারী নিষেধাজ্ঞা।ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে নতুন আইন জারি করা হয়েছে। সেখানকার অবিবাহিত তরুণ-তরুণীরা এখন আর একসঙ্গে মোটরসাইকেলে চলতে পারবেন না।
তরুণ- তরুণীদের বিয়ে বহির্ভুত সম্পর্কে ইন্দোনেশিয়া বরাবরই কঠিন। এরই ধারাবাহিকতায় প্রাদেশিক আইনসভায় এ বিষয়ে একটি আইন পাসও হয়েছে। আইনটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।আগামী বছর থেকে এটি কার্যকর হবে বলে প্রদেশটির আইন কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, শরিয়াহ আইনের বিধিবিধান মেনেই আইনটি পাস করা হয়েছে।
. . . . . . . . .