ওসমানীনগরে মেছো বাঘ আটক, উৎসুক জনতার ভিড়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:৪৫ অপরাহ্ণওসমানীনগর সংবাদদাতা::
সিলেটের ওসমানীনগরে মাঝারি আকারের একটি মেছো বাঘ আটক করা হয়েছে। আটক বাঘটির ওজন প্রায় ১৫ কেজি হবে। বাঘ আটকের খবরটি স্থানীয় বন বিভাগকে অবগত করা হয়েছে। তবে শনিবার সরকারী ছুটির দিন থাকায় বন বিভাগ বাঘটি গ্রহণ করতে পারছেনা। রবিবার সকালেই বন বিভাগের কর্মকর্তারা বাঘটি গ্রহণ করবেন বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
জানাযায়, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে ওসমানীনগর উপজেলার থানাগাঁও গ্রামের আব্দুল্লাহ মিসবাহ‘র ফিসারীর পুকুর গুলো থেকে গত কয়েক দিন যাবত বাঘটি মাছ খাচ্ছিল। ফিসারীর পরিচালক আব্দুল্লাহ মিসবাহ বিষয়টি টের পেলে রাতভর প্রহরা দেন। এক পর্যায়ে মাছ গুলি বাঘের আক্রমনে পড়ার বিষয়ে তিনি নিশ্চিত হলে গত ২ সপ্তাহ যাবত বাঘটি আটকে একটি কৌশলী ফাঁদ তৈরী করেন। প্রায় ২ সপ্তাহ অবশেষে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে একটি রডের তৈরী পিঞ্জিরায় কিছু মাছ দিয়ে নজরদারি করলে হঠাৎ বাঘটি মাছ খেতে এসে পিঞ্জিরায় আটকে পড়ে। বাঘটি আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উৎসুক সাধারণ জনতা ভীড় ছিল লক্ষনীয়। বর্তমানে বাঘটি ফিসারী মালিক আব্দুল্লাহ মিসবাহের হেফাজতে রয়েছে।
. . . . . . . . .