বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ৩:৫৭ অপরাহ্ণনেত্রকোনার বারহাট্টায় ঈদের পর বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। তাকে শুক্রবার রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে ওই হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষকরা নারী ও তার পরিবারকে মামলা না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করছে বলে জানানো হয়েছে।
এলাকাবাসী জানায়, গণধর্ষণের শিকার ওই নারী স্বামীর বাড়ি বারহাট্টার নয়াপাড়া গ্রামে। ঈদের পর মঙ্গলবার তিনি বাবার বাড়ি বাউসী ইউনিয়নের সাতধরকান্দা গ্রামে বেড়াতে যান। আবার ওই দিন সন্ধ্যায় একই গ্রামে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তিনি। পথে গ্রামের স্লুইজ গেটের কাছ থেকে ওই নারীকে তিন বখাটে চোখ মুখ বেঁধে সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। তাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে সেখানে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। বুধবার ভোরে অচেতন অবস্থায় সদর উপজেলার ঠকুরাকোনা রেল স্টেশনের কাছে ফেলে রাখে এবং মোবাইলটি দিয়ে যায়।
জ্ঞান ফিরলে ধর্ষিতা তার মামাকে বিষয়টি মোবাইলে জানালে তাকে উদ্ধার করে মামার বাড়িতে নেওয়া হয়। শুক্রবার রাতে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী এ প্রতিনিধিকে জানান, সাতধরকান্দা গ্রামের নান্টুু, কাজল ও জেলার কলমাকান্দার গিলাচান গ্রামের হাফিজ উদ্দিন তাকে অপহরণ করে নিয়ে যায় এবং রাতভর পালাক্রমে ধর্ষণ করে। হাফিজ উদ্দিন তার স্বামীর বন্ধু। ধর্ষণকারীরা তাকে মামলা না করার জন্য হুমকি দিয়েছে। মামলা করলে প্রাণে মেরে ফেলবে এবং গ্রামে না যাওয়ার জন্য বলেছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।
. . . . . . . . .