মাধবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে ভাই বোন নিহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:৩৩ পূর্বাহ্ণঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ভাই-বোন নিহত হয়েছে এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছে। এসময় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিহতরা হল ফাতেমা আক্তার মুক্তা (২৪) ও তার ভাই সিয়াম (১৫)। আহত সূত্রে জানা যায়, ঈদের ১ সপ্তাহ আগে মুক্তা ও রেজাউলের বিয়ে হয়। সে কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী। গত সোমবার তারা হানিমুনের জন্য স্বপরিবারে মৌলভীবাজারের মাধবকুন্ড যায়। শুক্রবার দুপুরে হানিমুন শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৫৭৯১) ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুমিল্লার মনোহরদী গ্রামের রেজাউল করিম সুমনের স্ত্রী ফাতেমা আক্তার মুক্তা নিহত হয় এবং কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মুক্তার ভাই সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহতরা হল রেজাউল করিম (৩০) ও চালক আনোয়ার হোসেন (২৫)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরে আশংকাজনক অবস্থায় সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
. . . . . . . . .