খাসদবিরে ফেসবুকে ‘মেসেজ’ দিয়ে ধরা পড়লো ডাকাত জিলু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১২:০৩ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর খাসদবিরে ফেসবুকে ‘মেসেজ’ দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ডাকাতির হোতা এক যুবক। শুক্রবার রাত ১২টার দিকে (বৃহস্পতিবার দিবাগত রাত) মাহবুব হাসান জিলু নামের ওই যুবককে তার বাসা থেকে আটক করে পুলিশ।
জিলু খাসদবীর সৈয়দ মুগনী ৪২/সি আসদ্দর ভিলার ফারুক আহমদের ছেলে। আটকের পর সে ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে- গত কয়েক দিন আগে খাসদবীর বন্ধন বি/১৭ নিয়ামত উল্লাহর বাসায় ডাকাতির ঘটনা ঘটে।
এরপর নিয়ামত উল্লাহর ফেসবুক আইডিতে মুন্না খান নামের একটি আইডি থেকে ‘মেসেজ’ দেয়া হয়। ওই ‘মেসেজে’ উল্লেখ করা হয়- ‘তুকে বলেছিলাম এখানে বিয়ে না করতে। বিয়ে করলে ক্ষতি হবে। তুই কথা না রেখে বিয়ে করেছিস। আমি সফল হয়েছি। তোর বাসা ডাকাতি করিয়েছি। তোর আরও ক্ষতি হবে।’
এই মেসেজ পাওয়ার পর নিয়ামত উল্লাহ বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে অবগত করেন। পুলিশ মুন্না খান নামের এই আইডি ট্র্যাক করে শুক্রবার রাতে আইডির আসল মালিক মাহবুব হাসান জিলুকে সনাক্ত করে।পরে বিমানবন্দর থানার সহকারি কমিশনার মোল্লা শাহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিলুকে তার বাসা থেকে আটক করা হয়। . . . . . . . . .