ময়মনসিংহে আইএসের সদস্য সন্দেহে স্কুলছাত্র আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১২:০১ পূর্বাহ্ণ
ময়মনসিংহে জঙ্গি সংগঠন (আইএস) এর কর্মী সন্দেহে মোল্লা ফয়সাল (১৬) নামে এক স্কুলছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষকরা।শুক্রবার বিকাল ৫টার দিকে ঈশ্বরগঞ্জের সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ‘‘মধ্যপ্রাচ্যের ডাক নামক’’ একটি লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করা হয়।
আটককৃত মোল্লা ফয়সাল সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানান, লিফলেট বিতরণ করার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জেলা ডিবি কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে। বিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে সে আইএসের সদস্য কিনা।
-ঢাকাটাইমস
. . . . . . . . .





