ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫, ১১:৫৪ অপরাহ্ণইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিমানটির খোঁজে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।ইন্দোনেশিয়ার খোঁজ এবং উদ্ধার এজেন্সির প্রধান ব্যামবাং সুলিস্থো বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রয়টার্সসহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে চলা বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন। আজ স্থানীয় সময় ২টা ২৯ মিনিটে এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ এয়ারক্রাফটটি দেশটির মাসাম্বা এয়ারপোর্ট থেকে যাত্রা করে। এর কিছুক্ষণ পরেই এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ব্যামবাং সুলিস্থো বলেন, ‘বিমানটি নিখোঁজ হওয়ার আরও বিস্তারিত খবরের অপেক্ষায় রয়েছি। দলবল নিয়ে আজ রাতেই সেখানে যাচ্ছি। শনিবার সকাল নাগাদ উদ্ধার তৎপরতা শুরু হতে পারে। এখন অন্ধকার হওয়ায় সেখানে কাজ করা সম্ভব নয়। সর্বশেষ খবর অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক তিনজন শিশু ও তিনজন ক্রু ছিলেন। এক ঘণ্টার যাত্রা শেষে এটি মাকাসার বিমানবন্দরে নামার কথা ছিল।
মাকাসার বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুল মুনির বলেন, যাত্রা শুরু করার মাত্র ৮ মিনিট পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
. . . . . . . . .