বিদেশি খুন: সিকিউরিটি এলার্টে ছিল গুলশানও, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ‘খামোখা’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১০:২৩ পূর্বাহ্ণঅস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড ডিপার্টমেন্ট থেকে জারি করা সিকিউরিটি এলার্টে বনানী, বারিধারা, গুলশানের নামও ছিলো। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সিকিউরিটি এলার্ট কিংবা নিরাপত্তা ঝুঁকিতে গুরুত্ব না দিয়ে খামোখা এবং অমূলক বলে উড়িয়ে দিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গুরুত্ব না দেওয়াজনিত বক্তব্যের একদিন পর ঢাকার গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক ইতালীয় নাগরিক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মন্ত্রণালয়ে নিজ কক্ষে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের সফর বাতিলের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশঙ্কা ভিত্তিহীন।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে। তারই সূত্র ধরে পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
বনানী, বারিধারা, গুলশান এলাকার অস্ট্রেলিয়ান নাগরিকদের ডাকাতি, চুরি ও ছিনতাই থেকে বাঁচতেও সাবধান করা হয়।
এছাড়াও বাংলাদেশের আইনে মাদক-দ্রব্য কেনা-বহন ও প্রকাশ্যে সেবন করা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অস্ট্রেলিয়ান নাগরিকদের তা করতেও নিষেধ করা হয়।
ঈদুল আজহার দিনে অস্ট্রেলিয়ান সরকারের এক সর্তকবার্তায় ৯টি বিষয় উল্লেখ করে অস্ট্রেলীয় নাগরিকদের বাংলাদেশ সফর না করার পরামর্শ দেয়।
এর দুই দিনের মাথায়, আজ রাজধানীর গুলশান-২ এ সন্ধ্যায় জগিং করার সময় সন্ত্রাসীদের গুলিতে ট্যাভেলা সিজার নামের এক বিদেশী নাগরিক নিহত হলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
এর আগে, ২০১২ সালের ৬ মার্চ গুলশানে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি খালাফ আল আলী নিহত হন।
এদিকে, অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করছে। যুক্তরাজ্যের দ্যা ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।
ওই সতর্ক বার্তায় পশ্চিমা নাগরিকরা জঙ্গিদের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, ভ্রমণ সতর্কতায় বিশেষ করে পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর শুরুর কথা ছিল। কিন্তু এর দুই দিন আগে অস্ট্রেলিয়া সরকার কর্তৃক আদিষ্ট হয়ে বাংলাদেশ সফর সাময়িকভাবে স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
. . . . . . . . .